• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

শেষ পাতা

খাগড়াছড়িতে কুপিয়ে দম্পতি হত্যা

প্রকাশের সময় : June 30, 2016, 12:06 am

আপডেট সময় : June 30, 2016 at 12:06 am

মামুন আবু বকর, খাগড়াছড়ি : জেলার মাটিরাঙ্গা উপজেলায় এক দম্পতিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সকালে উপজেলার বেলছড়ি ইউনিয়নের মরা পাইফ্যা এলাকার একটি লেক থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন:এনামুল হক (৪৩) ও তার স্ত্রী পারভীন আকতার (৩৫)।

নিহত এনামুলের ছোট ভাই শামীম জানান, তার ভাই-ভাবি মঙ্গলবার বিকালে নিজেদের লেক দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তারা বাড়ি ফেরেননি। তাদের খোঁজে সকালে লেকের পাড়ে এসে ভাই-ভাবির ক্ষত-বিক্ষত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন টিটো জানান, দুইজনের মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আবু তালেব নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান তিনি। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পাদনা : প্রিয়াংকা

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)