• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

শেষ পাতা

জঙ্গিদের মোকাবিলা অস্ত্র দিয়েই করতে হবে : ট্রাম্প

প্রকাশের সময় : June 30, 2016, 12:09 am

আপডেট সময় : June 30, 2016 at 12:09 am

 

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘অস্ত্রের জবাব অস্ত্র দিয়েই দিতে হবে। প্রতিহিংসাপরায়ণ নিষ্ঠুর জঙ্গিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের একই আচরণ করতে হবে। জঙ্গিদের নির্মমভাবে মোকাবিলা করতে হবে।’ এনবিসিনিউজ

গত মঙ্গলবার ওহাইও বিশ্ববিদ্যালয়ে সমবেত কয়েক হাজার সমর্থকের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। এ সময় জঙ্গিবাদ দমনে প্রেসিডেন্ট বারাক ওবামার অবস্থানকে দুর্বল বলে উল্লেখ করে এর সমালোচনা করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘জঙ্গিদের জিজ্ঞাসাবাদে যুক্তরাষ্ট্রের পানিতে চুবানোর পন্থাটি যথেষ্ট ছিল না।” যারা মানুষের শিরোশ্চেদ করছে, তাদের জিজ্ঞাসাবাদের জন্য পানিতে চুবানো একটি সামান্য ব্যাপার বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্প আরও বলেন, “আমরা নিজেরাই জানি না কী করছি, আমাদের কোনো নেতৃত্ব নেই। নির্মমভাবে জঙ্গিদের মোকাবিলা করতে হবে। অস্ত্রের মোকাবিলা অস্ত্র দিয়েই করতে হবে।’ সম্পাদনা : ইমরুল শাহেদ

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)