আন্তর্জাতিক ডেস্ক : ইরাক, সিরিয়াসহ মধ্য এশিয়ার বেশকটি দেশ এখন যুদ্ধক্ষেত্র। এই দেশগুলো বাদ দিলে গত এক বছরে সবচেয়ে বেশি নাশকতা আর জঙ্গি হামলার শিকার তুরস্ক। ২০১৫-র জুলাই থেকে ২০১৬-র জুন পর্যন্ত নয় বার জঙ্গি হামলায় কেঁপে উঠল দেশটি। মৃত্যু হলো অন্তত ২৬০ জনের। আহত এবং ক্ষতিগ্রস্ত সহস্রাধিক। অধিকাংশ হামলার পিছনেই ইসলামিক স্টেট অথবা কুর্দি উপজাতির জঙ্গি সংগঠন টিএকে।
কত বার, কী ভাবে আক্রান্ত হতে হলো তুরস্ককে : ২০ জুলাই, ২০১৫। সিরিয়া সীমান্তের কাছে অবস্থিত সুরুক শহরে বোমাহামলা। ৩৪ জনের মৃত্যু হয় ওই ঘটনায়। আইএস জঙ্গিরা দায় স্বীকার করে।
১০ অক্টোবর, ২০১৫। আঙ্কারায় একটি শান্তি মিছিলে ভয়াবহ বিস্ফোরণ। ১০০ জনের মৃত্যু। ঘটনার দায় স্বীকার করে আইএস।
২৩ ডিসেম্বর, ২০১৫। ইস্তাম্বুলের সাবিহা গোকেন বিমানবন্দরে বিস্ফোরণ। এক
কর্মীর মৃত্যু হয় এই বিস্ফোরণে। দায় স্বীকার করে টিএকে জঙ্গিরা।
১২ জানুয়ারি, ২০১৬। ইস্তাম্বুলের জনপ্রিয় পর্যটন স্থল সুতানহ্যামেটে জঙ্গি হামলা। ১১ জার্মান পর্যটকের মৃত্যু।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬। তুরস্কের রাজধানী আঙ্কারায় জঙ্গিহামলা। সেনাবাহিনীর বাসে হামলা চালায় কুর্দ জঙ্গিগোষ্ঠী টিএকে। মৃত্যু হয় ২৯ জনের।
১৩ মার্চ, ২০১৬। তুরস্কের রাজধানী আঙ্কারা আক্রান্ত। ৩৪ জনের মৃত্যু। হামলার দায় স্বীকার করে টিএকে।
১৯ মার্চ, ২০১৬। ইস্তাম্বুলের একটি শপিং স্ট্রিটে আত্মঘাতী হামলা। মৃত্যু ৪ জনের। সন্দেহের তির আইএস-এর দিকে।
৭ জুন, ২০১৬। ইস্তাম্বুলে গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু ১১ জনের। হামলার দায় স্বীকার করে কুর্দ জঙ্গি সংগঠন টিএকে।
২৯ জুন, ২০১৬। প্রথমে এলোপাতাড়ি গুলি, তার পর আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ইস্তাম্বুলের কামাল আতাতুর্ক বিমানবন্দর। সম্পাদনা : ইমরুল শাহেদ