আন্তর্জাতিক ডেস্ক : ইস্তাম্বুল বিমানবন্দরে ভয়াবহ জঙ্গি হামলার পিছনে ইসলামিক স্টেটেরই (আইএস) হাত রয়েছেÑ জানালেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিন। হামলার প্রকৃতি দেখে তুরস্কের নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দারা অনেকটাই নিশ্চিত যে এই কাজ আইএস-এরই। তবে গত এক বছর ধরে তুরস্কে একের পর এক হামলা চালাতে থাকা আইএস এবং টিএকের মধ্যে কোনো জঙ্গিগোষ্ঠীই এখনও এই হামলার দায় স্বীকার করেনি। আনন্দবাজার
কামাল আতাতুর্ক বিমানবন্দরে জঙ্গি হামলার তীব্র নিন্দায় সরব গোটা বিশ্ব। আমেরিকার পক্ষ থেকে এই জঙ্গি হামলাকে ‘জঘন্য হামলা’ আখ্যা দেওয়া হয়েছে। সবরকমভাবে তুরস্কের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ, জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল এই হামলার তীব্র নিন্দা করেছেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ারও এই হামলার নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘জার্মানি এই ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করছে। আমরা তুরস্কের পাশে রয়েছি।’ নিন্দায় সরব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইস্তাম্বুল হামলাকে ‘অমানবিক’ বলে মন্তব্য করেছেন তিনি। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘কাপুরুষের মতো হামলা চালিয়েছে জঙ্গিরা।’ সম্পাদনা : ইমরুল শাহেদ