প্রধানমন্ত্রীকে রওশন এরশাদ আমরা অধম হইলে আপনি উত্তম হবেন না কেন
উম্মুল ওয়ারা সুইটি : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সুরেই সংসদে কথা বললেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি দেশের বর্তমান অবস্থাকে সামাজিক সমস্যা আখ্যায়িত করে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সংলাপের আহ্বান জানান। বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, আমরা ছিলাম ২৫ বছর আগের সরকার। এখন আমরা দেখতে পারছি আপনাদের সরকারের কর্মকা-। আপনি বলতে পারেন- আমাদের সময় কী ছিল? আমাদের সময় কী করেছি, সেগুলো হয়তো ২৫ বছর আগে ঠিক ছিল। ২৫ বছর পরে হয়তো ঠিক নাও হতে পারে। আমরা অধম হইলে আপনি উত্তম হবেন না কেন?
রওশন এরশাদ বলেন, দেশে এখন রাজনৈতিক অস্থিরতা নয়, সামাজিক অস্থিরতা রয়েছে। এই সামাজিক সমস্যা থেকে বের হয়ে আসতে হলে সংলাপ দরকার।
গতকাল বুধবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ রওশন এই আহ্বান জানান। এর আগে গত মঙ্গলবার বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে এইচ এম এরশাদও সংলাপের আহ্বান জানাতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।
রওশন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। পুলিশ কর্মকর্তার স্ত্রীকে রাস্তায় মেরে ফেলল। কী করে হলো? গুম, শিশু-নারী হত্যা- এগুলো চলছে। কর্মসংস্থানের অভাবে এগুলো হচ্ছে। এর শেষ দেখতে চাই। দেশে শান্তি দেখতে চাই।
বিরোধী দলের এই নেতা বলেন, পুলিশ দিয়ে এগুলো বন্ধ করা যাবে না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে বন্ধ করতে হবে। দল-মত নির্বিশেষে সবাই আলোচনায় বসলে উপায় খুঁজতে পারব। এই রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।
বাজেট সম্পর্কে রওশন এরশাদ বলেন, অর্থমন্ত্রী সংসদের সামনে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার যে বাজেট প্রস্তাব তুলে ধরেন, তাতে আয় ও ব্যয়ের হিসাবে সামগ্রিক ঘাটতি রয়েছে ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা। তিনি বলেন, এত ঘাটতি নিয়ে অর্থমন্ত্রী কীভাবে স্বপ্ন দেখলেন। তিনি বলেন, স্বপ্ন দেখতে ভালো লাগে। কিন্তু ঘুম থেকে উঠে তো আর স্বপ্ন দেখি না। অর্থমন্ত্রী অনেক কিছু গোপন করলেও উচ্চাভিলাষ গোপন করতে পারেননি।
কৃষকদের করের আওতায় আনার প্রস্তাবের বিরোধিতা করে বিরোধী দলীয় নেতা বলেন, কৃষক জমির মালিক না। কৃষকের ওপর অর্থমন্ত্রী কর ধরার চিন্তা করছেন।
তিনি বলেন, গরিবের ওপর কর দিয়ে ঘাটতি মেটাতে পারবেন না। কৃষক ন্যায্য মূল্য পায় না। সামান্য ঋণ নিয়ে মামলা হয়। ব্যাংক থেকে হাজার হাজার কোটি ঋণ নিয়ে মামলা হয় না। কৃষকদের মামলা প্রত্যাহার এবং এই টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পরিশোধ করার আহ্বান জানান।
এছাড়া বক্তব্যে রওশন এরশাদ এসময় রিজার্ভ চুরির দায় কার- সে জবাবও চান অর্থমন্ত্রীর কাছে।
বাজেট আলোচনায় পাবনার রূপপুরে রাশিয়ার সহযোগিতায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রওশন এরশাদ। তিনি বলেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিশেষজ্ঞ ছাড়া হ্যান্ডেল করা যাবে না। অনেক চিন্তা-ভাবনা করে করতে হবে।
রওশন মেডিটেশন, পাউরুটি ও বিস্কুটের ওপর থেকে প্রস্তাবিত কর তুলে নেওয়া এবং শিক্ষায় বরাদ্দ বাড়ানোর পাশাপশি এর মান উন্নয়নে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম