বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতুর নির্মাণ কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে। আশা করা যাচ্ছে, নির্ধারিত সময় ২০১৮ সাল নাগাদই সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।
গতকাল বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নে জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, সরকারের সাহসী নেতৃত্ব ও দৃঢ় সিদ্ধান্তের ফলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়েছে। আগামী ২০১৮ সাল নাগাদ এ সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।
এম এ আউয়ালের প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সব ধরনের নাশকতা ও সহিংসতার সাথে জড়িত ও হুকুমদাতাদের আইনের আওতায় আনতে ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আখতার জাহানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে নাশকতা বা সন্ত্রাসীহামলা সংক্রান্ত মামলার রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী সফলতার পরিচয় দিয়েছে। ফলে জনগণের মাঝে আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম