মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম : পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকা-ে জড়িত পাঁচজনের দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশের সব স্থল ও বিমানবন্দরে বার্তা পাঠানো হয়। চট্টগ্রাম মহানগর পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, পাঁচজন যাতে দেশের বাইরে যেতে না পারে, সেজন্য স্থল ও বিমানবন্দরগুলোকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বার্তায় সীমান্ত রক্ষিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক দৃষ্টি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
তারা হলেন- মুসা, রাশেদ, নবী, শাজাহান ও কালু। গত ৫ জুনের হত্যাকা-ে এরা সরাসরি জড়িত ছিলেন বলে পুলিশ কর্মকর্তাদের তথ্য রয়েছে। সম্পাদনা : পরাগ মাঝি