শাহানুজ্জামান টিটু : দেশ রক্ষায় দেশের মানুষকে টাইগারের ভূমিকায় আসার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, আমি আপনাদের সঙ্গে সব সময় আছি, থাকব। রাস্তায় যেতে বললে এখনও রাস্তায় নামার মত সাহস ও ক্ষমতা রাখি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে হোটেল সেরিনায় মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ ইফতার মাহফিলের আয়োজন করে।
ক্ষমতাসীনদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, সারাদেশের মানুষকে আজ তারা বিড়াল বানিয়ে রাখতে চায়। আর তারা, আজীবন ক্ষমতায় থাকার জন্য বাঘ, সিংহ সবকিছুই হতে চায়। সবাইকে টাইগারের ভূমিকায় আসতে হবে। লায়নের ভূমিকায় আসতে হবে। তাহলেই দেশটা রক্ষা করা যাবে।
তিনি বলেন, বিডিআরের ৫৭ জন অফিসারকে শেষ করে দেওয়া হয়েছে। বাকিগুলো অবসরে পাঠানো হয়েছে। আজকে বিডিআর নেই। নামও বদলে দেওয়া হয়েছে। আমি বিডিআরই বলে যাব। এরা এক সময় বাঘ ছিল এখন বিড়াল। তাদের হাতে বন্দুক আছে কিন্তু গুলি মারে না। দেশের মানুষকে বললে গুলিটা পট করে চালিয়ে দেবে। কিন্তু যদি বলেন, শত্রু বর্ডারে ঢুকে গেছে। সীমান্তে কেন গুলি মারতে পার না। মায়ানমারের মত দেশ আমার আকাশসীমা লঙ্ঘন করে হেলিকপ্টার নিয়ে ঘুরে কেন?
ভারতকে ট্রানজিট দেওয়া প্রসঙ্গে বিএনপি প্রধান বলেন, যমুনা সেতুতে ৭০০-৮০০ টাকা দিতে হয়, বাস, ট্রাকের জন্য আলাদা ফি নির্ধারণ করা আছে। অথচ ১৯৫ টাকায় যে ট্রানজিট দেওয়া হলো এটা লজ্জার, এটাকে দয়াও বলা যেতে পারে। আজকে বাংলাদেশে নিজস্বতা, মান সম্মান, নিজস্ব কোনো সক্রিয় স্বাধীনতা নেই।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপানারা যুদ্ধ করেছিলেন দেশে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন, সকলের সমান অধিকারের জন্য। আজকে দেশে কোনোটাই নেই। দেশে চলছে একব্যক্তির শাসন। সম্পাদনা: পরাগ মাঝি