• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

নির্বুদ্ধিতাই মানবজাতির বড় হুমকি : স্টিফেন হকিং

প্রকাশের সময় : July 1, 2016, 12:28 am

আপডেট সময় : July 1, 2016 at 12:28 am

1399489742_Stephen_Hawkingআমির পারভেজ : সম্প্রতি ওরা টিভিতে ‘ল্যারি কিং নাও’ নামের একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে পদার্থবিদ স্টিফেন হকিং বলেছেন, ‘গত এক দশকের কথা চিন্তা করলে দেখা যাবে পরিবেশের প্রতি আমাদের আচরণে লোভ কিংবা নির্বুদ্ধিতা একটুও কমেনি।’ ইনডিপেনডেন্ট

তিনি বলেন, ‘৬ বছর আগে আমি পরিবেশ দূষণ ও জনসংখ্যার বিস্ফোরণ নিয়ে সতর্কতা দিয়েছি। এরপর থেকে পরিস্থিতি উন্নতি হয়নি, বরং দূষণ বেড়েছে বহুগুণ। জনসংখ্যা বেড়েছে ৫০ কোটি। এই গতি চলতে থাকলে ২১০০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে ১১শ কোটি। সেই সাথে গত ৫ বছরে বায়ু দূষণ বেড়েছে ৮ শতাংশ। বাতাসে কার্বনডাই অক্সাইডের মাত্রা যে গতিতে বাড়ছে তাতে বৈশ্বিক উষ্ণতা ঠেকাতে দেরি হয়ে যাবে।’

যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার নিয়েও চিন্তিত হকিং। বিশেষ করে অস্ত্র তৈরিতে প্রযুক্তির ব্যবহার। তিনি বলেন, ‘সরকার উন্নত অস্ত্র তৈরির প্রতিযোগিতা করছে। সেখানে টাকা উড়ছে। কিন্তু যে সমস্ত কাজে মানবজাতির উন্নতি হবে সেই খাতে অর্থ নেই। তাছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে সাবধানে অগ্রসর হতে হবে কারণ মেশিন মানুষের চেয়ে বেশি ক্ষমতা পেয়ে নিয়ন্ত্রণহীন হয়ে যেতে পারে।’ সম্পাদনা : রাশিদ রিয়াজ

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)