
শেষ কর্মদিবসে শান্ত সচিবালয়
আনিসুর রহমান তপন : ঈদের আগে শেষ কর্মদিবসে সচিবালয় ছিল অনেকটাই শান্ত। কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতিতেও ছিল না কর্মচাঞ্চল্য। এদিন সচিবালয়ে দর্শনার্থী উপস্থিতিও ছিল অনেক কম। গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটা পর্যন্ত দেখা গেছে এমন পরিবেশ।
প্রসঙ্গত, শবেকদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ সব মিলিয়ে টানা ৯ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে আজ শুক্রবার থেকে।
সচিবালয় ঘুরে দেখা গেছে, গত অন্যান্য সময়ের মতো ঈদের আগে শেষ কর্মদিবসে ছুটির আমেজ নেই। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক দিনের মতোই। এর আগে দেখা গেছে, ঈদের আগে শেষ কর্মদিবসে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি থাকে অনেক কম। অনেকে হাজিরা দিয়েই ছুটতে থাকেন বাড়ির পথে। তবে এবার সেই পরিস্থিতি ভিন্ন।
এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১ থেকে ৯ জুলাই পর্যন্ত টানা ৯ দিনের ছুটি কাটাবেন। এরমধ্যে শুক্র ও শনিবার অর্থাৎ ১ ও ২ জুলাই সাপ্তাহিক ছুটি। এরপর ৩ জুলাই রোববার শবেকদরের ছুটি। মাঝখানে একদিন ৪ জুলাই থাকায় সেদিন ছুটি ঘোষণা করে সরকার। আর ক্যালেন্ডারে ৫,৬ ও ৭ অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার উল্লেখ করা হয়েছে ঈদুল ফিতরের ছুটি হিসেবে। আবার এ সপ্তাহের শেষ দুদিন শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি।
শেষ কর্মদিবসে সচিবালয়ে শিক্ষা, স্বরাষ্ট্র, শ্রম ও কর্মসংস্থান, অর্থ, ডাক ও টেলিযোগাযোগ, জনপ্রশাসন, মৎস্য ও প্রাণিসম্পদ, সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক, বিদ্যুৎ-জ্বালানি-খনিজসম্পদ, নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু, পানিসম্পদ, প্রাথমিক ও গণশিক্ষা ইত্যাদি মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ ঘুরে কর্মকর্তা ও কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। মন্ত্রীরাও অফিসে এসে আবার ১২টা থেকে সাড়ে ১২টার দিকে সংসদের অধিবেশনে যোগ দিতে বেরিয়ে যান।
সংশ্লিষ্ট দফতরের এক কর্মকর্তা বলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্যার সকালেই অফিসে এসেছেন। আমাদের সচিব মহোদয় মো. সোহরাব হোসাইন সকাল থেকে অফিস করছেন। স্বরাষ্ট্রমন্ত্রীও সকাল ১১টার দিকে সচিবালয়ে নিজ দফতরে প্রবেশ করেন।
এদিন সচিবালয়ে ঘুরেঘুরে অনেক কর্মকর্তা-কর্মচারীদের অগ্রিম ঈদ শুভেচ্ছা বিনিময় করতেও দেখা গেছে। যারা ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি যাবেন তারা সহকর্মীদের দোয়া ও বিদায় নিচ্ছে। তবে, সচিবালয়ে সবচেয়ে কম উপস্থিতি দেখা গেছে দর্শনার্থীদের। স্বাভাবিক কর্মদিবসে যেখানে দর্শনার্থীদের সঙ্গে প্রায় সময়ই লিফট অথবা ভবনগুলোর সিঁড়িতে গায়ে গায়ে ধাক্কা লাগে এদিন তাদের অনেকটাই খুঁজে পাওয়া যায়নি।
দর্শনার্থী প্রবেশ কক্ষে খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন মন্ত্রণালয়ের পাশ নিয়ে সকাল থেকে দুপুর ১.২০ মিনিট পর্যন্ত সচিবালয়ে মাত্র ৭৫৮ জন দর্শনার্থী প্রবেশ করেন। যা অন্যান্য কর্মদিবসের চেয়ে অনেক কম।
এদিকে, লম্বা ছুটিতে সতর্ক সরকার। সাম্প্রতিক কয়েকটি হত্যাকা-ের ঘটনায় সরকারের এ অবস্থান। এজন্য মাঠ প্রশাসনকে নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ বিভাগীয় কমিশনারদের বলেন, নয় দিনের লম্বা ছুটিতে জেলা প্রশাসকদের (ডিসি) সতর্ক রাখবেন। কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতির যেন সৃষ্টি না হয় সে বিষয়ে ডিসিরা যেন সজাগ থাকেন।
এদিকে, গতকাল থেকেই চাকরিজীবীদের অনেকেই পরিবারসহ গ্রামের পথে যাত্রা শুরু করেছেন। সকালে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও পরিবহন কোম্পানির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ভিড় শুরু হবে সন্ধ্যার পর থেকে। আর রাত যত বাড়বে চাপও তত বাড়বে।
সকাল থেকে গাবতলী, কল্যাণপুর বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনালসহ অন্যান্য বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, ঘরে ফেরা মানুষের চাপ বাড়ছে। অনেকে পরিবারসহ ভিড় করছেন এসব স্থানে।
জানতে চাইলে হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক আবদুস সামাদ ম-ল বলেন, সকাল থেকেই আস্তে আস্তে চাপ বাড়ছে। তিনি জানান, মূলত আজকেই ঢাকা ছাড়বেন অধিক সংখ্যক মানুষ।
আজ শুক্রবারও যাত্রীদের চাপ থাকবে জানিয়ে পরিবহন কর্মীরা জানান, যারা গতকালের টিকিট পায়নি তারা শুক্রবার সকাল থেকে যাত্রার টিকিট সংগ্রহ করেছেন। তবে ৫ জুলাই, অর্থাৎ ঈদের আগের দিনের টিকিট এখনও আছে বলে গতকাল জানালেন পরিবহন কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন। সম্পাদনা : পরাগ মাঝি
