আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পরও ব্রিটেন সংস্থাটির সঙ্গে একক ব্যবসায়িক সম্পর্ক রাখতে চাইলে ইইউ এর নাগরিকদের অবাধ চলাচলে কোনো বাধা দিতে পারবে না। চ্যানেলআই
ইইউ এর সঙ্গে ব্রিটেনের ব্যবসায়িক সম্পর্ক আগের মতো রাখার ক্ষেত্রে এ শর্ত জুড়ে দিয়েছেন সদস্য দেশগুলোর নেতারা। ফ্রান্স ও জার্মানি পরিষ্কার জানিয়ে দিয়েছে, অবাধ চলাচলের ইস্যুতে তারা কোনো ছাড় দেবে না। ব্রাসেলসে শীর্ষ বৈঠকের দ্বিতীয় দিনে ইইউর মধ্যে ঐক্য ও সংস্কারের আহ্বান জানান এর নেতারা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে ছাড়াই অনানুষ্ঠানিক আলোচনা সম্পন্ন হয়। বৈঠকে ইইউ নেতারা যুক্তরাজ্যকে বিলম্ব না করে জোট ছাড়ার প্রক্রিয়া শুরুর তাগিদ দেন। সম্পাদনা : ইমরুল শাহেদ