• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

বাংলাদেশে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধের হুমকি ভারতের হিন্দু সংগঠনের

প্রকাশের সময় : July 2, 2016, 1:11 am

আপডেট সময় : July 2, 2016 at 1:11 am

মাছুম বিল্লাহ : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতন বন্ধ না হলে ভারত থেকে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে দেশটির হিন্দুত্ববাদী দুটি সংগঠন হিন্দু সংহতি ও হিন্দু জাগরণ মঞ্চ। তারা বলেছে, হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে বাংলাদেশে এক বস্তা নুনও যাবে না। সূত্র : দৈনিক যুগশঙ্খ
বৃহস্পতিবার কলকাতা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশে এ হুমকি দেয়া হয়। এর আগে বুধবার কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের কাছে স্মারকলিপি দেয় হিন্দু সংহতি। সংগঠনটির সভাপতি তপন ঘোষ স্মারকলিপিতে বাংলাদেশ সরকারের কাছে সংখ্যালঘুদের উপর অচ্যাচার বন্ধ করার আবেদন জানান।
হিন্দু জাগরণ মঞ্চ (দক্ষিণ বঙ্গ) এর সাধারণ সম্পাদক স্বরুপ দত্ত বলেন, এই প্রতিবাদ মিছিলের মধ্যদিয়ে আন্দোলন শুরু হল। পরবর্তী পর্যায়ে যা আরও তীব্র হবে। তিনি বলেন, ‘ভারতে বহু বাংলাদেশি চিকিৎসার জন্য আসেন, আমরা তার বিরুদ্ধে নাই। আমরা দুই বাংলার সুসস্পর্কের বিরোধী নই। কিন্তু বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে যেভাবে অত্যাচার চলছে তার প্রতিবাদটুকুও হবে না?’
আর হিন্দু সংহতি স্মারকলিপিতে বলেছে, ‘বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এবং মুক্তচিন্তার মানুষদের উপর যেভাবে আক্রমণ নেমে আসছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাকিস্তান থেকে আলাদা হওয়ার পরই বাংলাদেশে হিন্দুরা ইসলামিক মৌলবাদীদের দিয়ে আক্রান্ত হচ্ছেন। তবে সম্প্রতি হিন্দুদের উপর আক্রমণ আরও তীব্র হয়েছে। হিন্দু পুরোহিতদের কুপিয়ে খুন, হিন্দু মহিলাদের উপর যৌন অত্যাচারের ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি সংখ্যালঘু হিন্দুদের নিশ্চিত করার জন্য। কারণ এই প্রবণতা যদি চলতে থাকে তাহলে সীমান্তবর্তী অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। আমরা বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছেও আবেদন রাখছি এই ধরনের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের স্বর তুলে ধরার জন্য। সম্পাদনা : সুমন ইসলাম

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)