• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

নাইজেরিয়ায় শব্দদূষণ কমাতে গির্জা ও মসজিদ বন্ধ ঘোষণা

প্রকাশের সময় : July 2, 2016, 1:21 am

আপডেট সময় : July 2, 2016 at 1:21 am

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার লাগোস প্রদেশে উচ্চমাত্রার শব্দদূষণ কমাতে ৭০টি গির্জা ও ২০টি মসজিদ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও ১০টি হোটেল, পানশালা এবং ক্লাবহাউসও বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ধারণা করা হচ্ছে, দুই কোটি অধিবাসী অধ্যুষিত লাগোস শহরে গাড়ির হর্ন, আজান, চার্চে উচ্চস্বরে সংগীত ইত্যাদির মাধ্যমে প্রায় অব্যাহতভাবে উচ্চমাত্রার শব্দ উৎপাদন হয়। প্রাদেশিক সরকার ঘোষণা দিয়েছিল আফ্রিকার বৃহত্তম এই শহরটি ২০২০ সালের মধ্যে শব্দদূষণমুক্ত করা হবে। সেই ধারবাহিকতায় এই পদক্ষেপ নিল তারা। এরা আগে গত আগস্টে লাগোসের প্রাদেশিক পরিবেশ সুরক্ষা সংস্থা (এলইপিএ) অধিবাসীদের অভিযোগের ভিত্তিতে ২২টি বাণিজ্যিক ভবন বন্ধ করে দেয়। সাম্প্রতিক এই অভিযানের সাধারণ ব্যবস্থাপক বোলা শাবি বলেন, তার সংস্থা কোনো ভবনে অস্থায়ীভাবে নির্মিত কিংবা তাবু-সামিয়ানা টানিয়ে ধর্মীয় প্রার্থনা হতে দেবে না।
শাবি বলেন, শব্দের মাত্রা ৩৫ শতাংশ কমেছে। কিন্তু তা এখনও উত্তীর্ণ হওয়ার মতো যথেষ্ঠ নয়।অভিযানের ধারা অব্যাহত রাখা হবে এবং আমরা নিজেরাই লক্ষ্য নির্ধারণ করেছি। সম্পাদনা : ইমরুল শাহেদ

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)