আজাদ হোসেন সুমন : র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, বন্দুকধারীরা যে রেস্টুরেন্টে হামলা চালিয়েছে, এটা একটা স্প্যনিশ রেস্টুরেন্ট। ভবনের দোতলায় ছোট একটি রেস্টুরেন্ট। এখানে বিদেশিরা খেতে আসেন। এই হোটেলে রাত পৌনে ৯টার দিকে ৮/৯ জনের একটি সন্ত্রাসী দল হামলা করেছে। সন্ত্রাসী হামলায় আমাদের পুলিশ বাহিনীসহ বেশকিছু লোক আহত হয়েছেন। ভেতরে বিদেশিসহ বেশ কয়েকজন জিম্মি রয়েছেন বন্দুকধারীদের কাছে।
গুলশান-২ এর একটি রেস্টুরেন্টে অজ্ঞাত বন্দুকধারীদের গোলাগুলির ঘটনায় ঘটনাস্থলের পাশ থেকে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জিম্মিদের বের করে আনার ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এ অবস্থায় তিনি টিভি লাইভ প্রচার বন্ধ রাখার অনুরোধ জানিয়ে বলেন, সরাসরি সম্প্রচারের কারণে অনেকেই দেখছে। তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে এবং হোটেলের ভেতরে জিম্মিদের নিরাপত্তার স্বার্থে সরাসরি সম্প্রচার বন্ধ রাখুন। আমরা এই ঘটনার আপডেট আমরা জানাব। এরপরই টিভি চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয়। এ রিপোর্ট লেখার সময় রাত ১২টা করণীয় নির্ধারণ সম্পর্কে আলোচনা করছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম