বিশ্বজিৎ দত্ত : বাংলাদেশ পুলিশ সূত্রের খবর, শুক্রবার শেষ রাতে গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁ ঘিরে ফেলার পর হ্যান্ড মাইকে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হচ্ছিল। কিন্তু রেস্তোরাঁর ভিতরে ২০ জন বিদেশিসহ মোট ৩৫ জনকে পণবন্দি হিসেবে আটকে রাখা সন্ত্রাসীরা আত্মসমর্পণে রাজি হয়নি। তারা রেস্তোরাঁর ভিতর থেকে চিৎকার করে নিজেদের শর্ত ঘোষণা করতে শুরু করে। কী শর্ত দিচ্ছিল জঙ্গিরা?
১. ডেমরা থেকে যে জেএমবি নেতাকে গ্রেফতার করা হয়েছে, সেই খালেদ সাইফুল্লাহকে মুক্তি দিতে হবে।
২. রেস্তোরাঁ থেকে তাদের (জঙ্গিদের) নিরাপদে বেরিয়ে যেতে দিতে হবে।
৩. এই আক্রমণকে ইসলাম প্রতিষ্ঠার স্বার্থে হওয়া অভিযান হিসেবে স্বীকৃতি দিতে হবে। সম্পাদনা : সুমন ইসলাম