• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

জাপানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রী
গুলশান হামলার ঘটনার শিকড় খুঁজে বের করা হবে

প্রকাশের সময় : July 4, 2016, 12:16 am

আপডেট সময় : July 4, 2016 at 12:16 am

Sheikh-Hasinaউম্মুল ওয়ারা সুইটি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুলশানের রেস্তোরাঁয় হামলার ঘটনার শিকড় খুঁজে বের করা। একই সঙ্গে কারা তাদের অর্থ ও অস্ত্র-বিস্ফোরক সরবরাহ করলো তাও বের করা হবে।

গতকাল রোববার ঢাকা সফররত জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে যান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ।

বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী এই ঘটনাকে দুঃখজনক ও অনাকাক্সিক্ষত বলে উল্লেখ করেন। তিনি জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বলেছেন, আমরা এ হামলার শিকড় খুঁজে বের করবো। আগে সন্ত্রাসীদের লক্ষ্য ছিল ধর্মগুরু, যাজক ধরনের লোকজন। আমরা ওইসব হামলার ঘটনায় জড়িত অনেককে গ্রেফতার করেছি।

সাম্প্রতিক সময়ে বেলজিয়াম, ফ্রান্স, ভারত, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের হামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার বাংলাদেশে হয়েছে। যা খুবই অনাকাক্সিক্ষত। ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করতে হবে।

শেখ হাসিনা জানান, গুলশান হামলায় নিহত জাপানি নাগরিকদের মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে।

গুলশানের হামলা ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী কিহারা কার্যকরভাবে পরিস্থিতি মোকাবিলার জন্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি এ ঘটনার নিন্দা জানাচ্ছি। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে।

বৈঠককালে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবেও উপস্থিত ছিলেন।

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)