
রাষ্ট্রীয় সিদ্ধান্তে অপারেশন চালাতে দেরি হয় : ডিএমপি কমিশনার
সুজন কৈরী : গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসীদের হামলা মোকাবিলা ও জিম্মিদের উদ্ধারে পুলিশ ও র্যাব অপারেশন চালানোর জন্য প্রস্তুত ছিল। কিন্তু রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে অপারেশন চালাতে দেরি হয়ে যায় বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতকাল সোমবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে আয়োজিত শোকসভায় তিনি এ কথা বলেন।
কমিশনার বলেন, ঘটনার রাতে গুলশানের সার্বিক অবস্থা দেখে মনে হয়েছিল, নিজেদের জীবন নয়, চিন্তা করতে হবে জিম্মি হওয়া মানুষদের নিয়ে। এতোগুলো মানুষকে যদি সন্ত্রাসীরা জিম্মির পর হত্যা করে পালিয়ে যায় তাহলে জাতির কাছে লজ্জার কিছু থাকবে না।
ডিএমপির কমিশনার বলেন, আমাদের পুরোবাহিনীর আগামীতে কী ধরনের প্রস্তুতি থাকতে হবে, কী কী করতে হবে, তা আজই ঠিক করতে হবে। দেরি করা যাবে না। এভাবে আমরা আর সহকর্মী হারাতে চাই না। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম
