• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বারাক ওবামা

প্রকাশের সময় : July 10, 2016, 12:08 am

আপডেট সময় : July 10, 2016 at 12:08 am

নাশরাত আর্শিয়ানা চৌধুরী : সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গুলশানে জঙ্গি হামলার ঘটনায় হত্যাকা-ের শিকার হওয়া জাপানিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে লেখা চিঠিতে তিনি এ কথা বলেন। 5528f8e36ea83499668b4567
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার পাঠানো চিঠিতে ওবামা লিখেছেন, এই হামলা চরম নিষ্ঠুরতা, বিশেষত আপনার নাগরিকরা ঢাকায় ছিলেন বাংলাদেশের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে। তিনি গুলশানে হামলায় নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানান। আহত জাপানিদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে জাপান, বাংলাদেশ ও বাকি আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গিরা জিম্মির ঘটনা ঘটায়। সেখানে হামলায় হত্যাকা-ের শিকার হন ২০ জন। এরমধ্যে ১৭ জন বিদেশি নাগরিক, তিনজন বাংলাদেশি। ঘটনার পর ওবামার পক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত সেটাও জানান। সম্পাদনা : সুমন ইসলাম

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)