আন্তর্জাতিক ডেস্ক : কম্বোডিয়ার এক বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক রোববার সকালে গুলিতে নিহত হয়েছেন। তিনি সরকারের কড়া সমালোচক ছিলেন। একটি ফরাসী বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, রাজধানী নমপেনে একটি গ্যাস স্টেশনের কাছের এক কফি শপে কফি খাওয়ার সময় কিম লি’কে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির ক্ষমতাধর প্রধানমন্ত্রী হুন সেন ও রাজনৈতিক বিরোধী দলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির এই সময়ে তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হল। বিরোধী দল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী নেতা-কর্মীদের ওপর নতুন করে দমন-পীড়নের অভিযোগ করেছে। বাসস
পুলিশ বলেছে, কফি খাওয়ার সময় কিম লি গুলিবিদ্ধ হন।
তিনি জনপ্রিয় একজন ভাষ্যকার ও তৃণমূল পর্যায়ে প্রচারক ছিলেন। জাতীয় পুলিশের মুখপাত্র কার্ত চানথারিত বলেন, সকাল নয়টার আগে একটি বিপনীতে তিনি গুলিতে নিহত হন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি গ্রেফতার হয় এবং সে কিমকে হত্যার কথা স্বীকার করেছে। সে জানায়, ঋণের টাকা না দেয়ায় তাকে হত্যা করা হয়েছে।
কার্ত চানথারিত বলেন, তবে আমরা তার কথা বিশ্বাস করিনি। বিষয়টি নিয়ে আরো তদন্ত হচ্ছে।