আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের এক মহিলা পর্যটককে হেনস্থা করার অভিযোগে চীনে আটক করা হল দুই ভারতীয়কে। বেইজিংয়ের একটি হোটেল থেকে। অভিযুক্ত দুই ব্যক্তি হরিয়ানার বাসিন্দা। একজনের বয়স ২৮ বছর, অন্যজনের ৫০। রোববার হোটেলের লিফটে দু’জনে এক মহিলার সঙ্গে জোর করে ছবি তোলেন এবং তাকে হেনস্থা করেন। পরে মহিলার অভিযোগ পেয়ে হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয় পুলিশ ওই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য। ১৪ জুলাই পর্যন্ত এদের নিজেদের হেফাজতে রাখবে পুলিশ। জানা গেছে, একটি চা কোম্পানির এক প্রতিনিধি দলের সদস্য ওই দুই ব্যক্তি। আজকাল