আন্তর্জাতিক ডেস্ক : দারিদ্রপীড়িত ইয়েমেনের সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটির সাবেক সরকারের অনুগত দুই ডজনের বেশি সেনা নিহত হয়েছে। দেশটির পশ্চিম-মধ্যাঞ্চলীয় আমরান প্রদেশে সংঘঠিত এ সংঘর্ষে আরো বহু ব্যক্তি আহত হয়। আইআরআইবি
নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, আরমান প্রদেশের ফারজাহ নিহম এলাকার কৌশলগত হিদ আল-জাহাব পর্বত নিয়ন্ত্রণ নিতে ইয়েমেনি বাহিনী অভিযান চালালে এ সংঘর্ষ হয়। ইয়েমেনের সেপ্টেম্বর ২৬ সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। তবে তুমূল সংঘর্ষের পর ইয়েমেনি বাহিনী ওই পার্বত্য এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয় বলে সূত্রটি জানিয়েছে। সূত্রটি আরো জানিয়েছে, ইয়েমেনি বাহিনীর সঙ্গে সংঘর্ষে হাদির অনুগত বাহিনীর কমান্ডার আব্দু মোহাম্মদ বুখাইতিসহ অন্তত ২৫ জন সৌদির ভাড়াটে সেনা নিহত এবং আরো বহু আহত হয়। অন্যদিকে, ইয়েমেনি সেনাবাহিনী এবং জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা রোববার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় আল-জওফ প্রদেশের শিহাত সামরিক ঘাঁটিতে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে সৌদি আরবের বহু ভাড়াটে সেনা হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।