আন্তর্জাতিক ডেস্ক : সমীক্ষায় বলছে এই মুহূর্তে ২১ লাখ মানুষ ভারতে এইচআইভি আক্রান্ত। আর তাদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ মানুষ জানেনই না যে তারা আক্রান্ত। সম্প্রতি একটি সমীক্ষায় এই ভয়ঙ্কর তথ্যটি উঠে এসেছে। যদিও, সমীক্ষায় আরও বলা হয়েছে গত কয়েক বছরে এই রোগে আক্রান্ত হওয়ার হার অনেকটাইঈ কমেছে। কিন্তু তারপরও চিন্তা থেকেই যাচ্ছে সেখানে। কালের কণ্ঠ অনলাইন
ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন (ঘঅঈঙ)-এর পক্ষ থেকে সম্প্রতি এই সমীক্ষাটি চালানো হয়। সেখানে দেখা গেছে, এইডস আক্রান্তদের মধ্যে একটি বড় অংশই জানেন না যে তাঁরা আক্রান্ত। শুধু তাই নয়, তাদের একটা বড় অংশ আবার গ্রামীণ এলাকা থেকে আসছেন।
যদিও, ঘঅঈঙ-এর সদস্যরা জানিয়েছেন পর্যাপ্ত চিকিৎসাই এই রোগ সারানোর ক্ষেত্রে উপযোগী। তবে, তার জন্য আক্রান্তদের আর পাঁচটা সাধারণ মানুষের মাঝেই রেখে এই চিকিৎসা চালাতে হবে। এদিকে ভারতে এই রোগে আক্রান্ত রাজ্যগুলির তালিকায় পশ্চিমবঙ্গ পিছনের দিকে থাকলেও, সেখানেও সংখ্যাটা যথেষ্টই উদ্বেগজনক বলেই ঘঅঈঙ-র তরফে জানানো হয়েছে।