• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

হোশি কুনিও হত্যা : ৮ জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রকাশের সময় : July 11, 2016, 12:11 am

আপডেট সময় : July 11, 2016 at 12:11 am

রংপুর প্রতিনিধি : রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
কঠোর গোপনীয়তায় চাঞ্চল্যকর এ হত্যামামলার তদন্তকারী কর্মকর্তা রংপুরের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী গতকাল রোববার এ অভিযোগপত্র আদালতে দাখিল করেন।
অভিযোগপত্রে জেএমবি সদস্য মাসুদ রানা, ইসাহাক আলী, আবু সাইদ, লিটন মিয়া, নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন, শাখাওয়াত হোসেন আনসারী ও আহসান উল্লাহর নাম রয়েছে। এদের মধ্যে মাসুদ রানা, ইসাহাক আলী, আবু সাইদ ও লিটন মিয়া কারাগারে আটক আছে। বাকিরা পলাতক বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি আবদুল কাদের জিলানী আদালতে অভিযোগ দাখিলের কথা স্বীকার করলেও এ ব্যাপারে আর কোনো তথ্য জানাতে অস্বীকার করেন।
এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মালেক গণমাধ্যমের সঙ্গে আজ সোমবার কথা বলবেন বলে জানিয়েছেন।
২০১৫ সালের ৩ অক্টোবর সকাল ১০টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামে দুর্বৃত্তরা গুলি করে জাপানি নাগরিক হোশি কুনিওকে হত্যা করে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)