• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

ফরিদ উদ্দিন মাসউদকে হত্যা করা হবে এই তথ্য আমাদের কাছে ছিল : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : July 11, 2016, 12:14 am

আপডেট সময় : July 11, 2016 at 12:14 am

নাশরাত আর্শিয়ানা চৌধুরী : শোলাকিয়া ঈদগাহ ময়দানে নামাজের ইমামতি করার কথা ছিল আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ-এর। কিন্তু ঈদের দিন সেখানে হামলা হবে এবং হত্যা করা হবে ফরিদ উদ্দিন মাসউদকে এই রকম খবর সরকারের কাছে ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আগেই এসেছিল।
এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঈদের দিন শোলাকিয়ায় ঈদের জামাতে হামলা হতে পারে ও সেখানকার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদকে হত্যা করা হবে এই রকম খবর আমরা আগেই পেয়েছিলাম। আর এটা পাওয়ার পর পরই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের সবদিক খতিয়ে দেখে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলি। তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছে। যে কারণেই কিন্তু তাকে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে ও শোলাকিয়া ঈদগাহ ময়দানে হামলার ঘটনা ঘটেনি। এর আগেই প্রতিহত করা হয়েছে জঙ্গিদের। ওইদিন যদি সেখানে হামলার ঘটনা ঘটতো তাহলে বড় ধরনের ক্ষতি হতে পারতো।
তিনি বলেন, আমরা কোনো ঘটনার খবর আগে জানলে সব ধরনের ব্যবস্থা নিতে পারি। এতে করে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দারা সব ধরনের হামলা প্রতিহত করতে পারে। শোলাকিয়ার ঘটনায়ও হামলা প্রতিহত করে তারা সেই প্রমাণ দিয়েছে। সম্পাদনা : সুমন ইসলাম

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)