• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

শোলাকিয়ায় হামলার ঘটনায় পুলিশের মামলা

প্রকাশের সময় : July 11, 2016, 12:14 am

আপডেট সময় : July 11, 2016 at 12:14 am

নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতের আগে পুলিশের উপর হামলার ঘটনায় একটি মামলা করেছে পুলিশ। রোববার বিকেলে পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুদ্দিন বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা দুই আসামি হলেন হামলার ঘটনায় আটক শরিফুল ইসলাম ওরফে শফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম (২২) ও জাহেদুল হক ওরফে তানিম।
মামলার এজাহারে দেওয়া তথ্য অনুযায়ী, আসামি শফিউলের বাবার নাম আব্দুল হাই, বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায়। আর জাহেদুল কিশোরগঞ্জের পশ্চিম তারাপাশার আব্দুস সাত্তারের ছেলে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা জঙ্গি কাজে উদ্বুদ্ধ হয়ে ষড়যন্ত্র, সহায়তা ও প্ররোচনার মাধ্যমে বাংলাদেশে জননিরাপত্তা, সার্বভৌমত্ব বিপন্ন, জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং ধারালো অস্ত্র নিয়ে পুলিশ ও জনগণের উপর আক্রমণ করে নৃশংসভাবে পুলিশ সদস্যদের হত্যা করে। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোর্শেদ জামান।
প্রসঙ্গত, কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের দিন সকাল ৯টার দিকে ঈদগাহ ময়দানের কাছে একটি চেক পয়েন্টে পুলিশের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে পুলিশের সঙ্গে হামলাকারীদের বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়। এ ঘটনায় পুলিশের দুই সদস্য ও এক হামলাকারীসহ চারজন নিহত হয়। আটক হয় আরেক হামলাকারী। সম্পাদনা : প্রিয়াংকা

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)