
জুম্মার বয়ান মনিটরিং করা হবে : শিল্পমন্ত্রী
আনিসুর রহমান তপন : শুক্রবার জুম্মার নামাজের বয়ানে ইমাম সাহেবরা কি বলেন এবং এসব বক্তব্যের ধরন কি? এখন থেকে সেসব বিষয় মনিটরিং (পর্যালোচনা) এবং লক্ষ্য রাখা হবে।
গতকাল রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শিল্পমন্ত্রী বলেন, যারা ধর্মপ্রাণ মুসলমান, যারা ওয়াজ-মাহফিল করেন, জুম্মার দিন খুতবা পড়েন তাদের কাছে অনুরোধ থাকবে প্রকৃত ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হোন। জঙ্গিবাদের কুফল সম্পর্কে মানুষকে জানান।
বিভিন্ন প্রকল্প এবং কাজের সূত্রে যেসব বিদেশি বাংলাদেশে অবস্থান করছেন তাদের নিরাপত্তার বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন, বিদেশিদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, বৈঠকে আমরা কি কি আলাপ করেছি এগুলো যদি প্রকাশ করি তবে তো সন্ত্রাসীরা সবই জেনে যাবে। আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন যে ঘটনাগুলো ঘটেছে এর পরিপ্রেক্ষিতে যা যা করা দরকার, সিকিউরিটি মেজার (নিরাপত্তামূলক ব্যবস্থা) যেগুলো নেওয়া দরকার, সবগুলো নেওয়া হচ্ছে বলে জানান আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর এ সদস্য।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা : উম্মুল ওয়ারা সুইটি
