নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ফুটবলে ১৯তম বিদেশি কোচ হিসেবে দলের দায়িত্ব নিতে আজ মঙ্গলবার সকালে ঢাকায় আসছেন বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। হজরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি বাফুফে ভবনে চলে আসবেন। সেখানে বাফুফে কর্মকর্তাদের সঙ্গে কিছু আলাপ আলোচনার পর চুক্তি স্বাক্ষরিত হবে। এরপর দুপুরে তার কাছে রিপোর্টিং করবেন জাতীয় দলে ডাক পাওয়া ৩২ ফুটবলার। বিকালে তাদের নিয়ে নেমে পড়বেন পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্পে।
আগামী ৬ আগস্ট ও ১১ অক্টোবর এশিয়া কাপ বাছাই পর্বের দ্বিতীয় প্লে অফে ভুটানের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। কোচের সঙ্গে প্রাথমিকভবে চুক্তি হবে সে পর্যন্তই। এই দুই ম্যাচে ভালো ফল আসলে তার সঙ্গে দীর্ঘ মেয়াদের জন্য চুক্তি করতে পারে বাফুফে। গত মে মাসে এশিয়া কাপের বাছাই পর্বের প্রথম প্লে অফের দুই ম্যাচেই তাজিকিস্তানের সঙ্গে হেরে যায় বাংলাদেশ। তখন এক মাসের জন্য ফিরিয়ে আনা হয়েছিল ডাচ কোচ ডি ক্রুইফকে। এক মাসে তাকে বেতন দেওয়া হয়েছিল ৯ হাজার ডলার। কিন্তু কাক্সিক্ষত ফল না আসায় তার সঙ্গে নতুন করে চুক্তি করেনি বাফুফে। বাফুফের একটি সূত্র জানিয়েছে, নতুন কোচের বেতন হবে ৯ থেকে ১০ হাজার ডলারের মধ্যে। সঙ্গে থাকবে গাড়ি সুবিধা।