স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান ক্রিকেট লিগ সিপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলছেন অল রাউন্ডার সাকিব আল হাসান। এবার তিনি খেলছেন জ্যামাইকা তালওয়াশের হয়ে। ইতোমধ্যে তিন ম্যাচ খেলেছে তার দল। যার দুটিতে জয়, একটিতে হার।
তিন ম্যাচে সাকিব নিয়েছেন দুই উইকেট। দুই ইনিংসে রান করেন ৩২। মোটামুটি পারফরম্যান্স। তবে সামনের ম্যাচগুলোতে আরো ভালো করতে চান বাংলাদেশি এ অল রাউন্ডার। আজ মঙ্গলবার ভোরে তার দল জ্যামাইকা তালওয়াশ খেলবে ট্রাইডেন্টসের বিপক্ষে। তার আগে এক সাক্ষাৎকারে সাকিব বলেন,‘টি-২০ ফরমেট একজন অলরাউন্ডারের জন্য বেশ চ্যালেঞ্জ। তবে সেই চ্যালেঞ্জ নিতে আমি পছন্দ করি। আমি আরো ভালো করতে চাই। তবে এই মুহূর্তে নিজের পারফরম্যান্সে খুশি। অবশ্য আমার ও দলের আরো ভালো করার সুযোগ রয়েছে।
আমি সেদিকেই তাকিয়ে আছি।
সিপিএলে সাকিব বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। তাই তিনি আশ করেন দেশবাসীর পুরো সমর্থন পাবে তার দল। সাকিব বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, এটা আমার জন্য গর্বের। বাংলাদেশের মানুষ ক্রিকেট ভক্ত। তারা ক্রিকেট পছন্দ করেন। আশা করি, তারা আমাকে সমর্থন করবেন। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম