মোকলেছুর রহমান, সিলেট : কো¤পানীগঞ্জে ট্রাক চাপায় বাবর আলী (৩৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় সিলেট-কো¤পানীগঞ্জ সড়কের কাটাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবর আলীর বাড়ি রাজশাহী জেলার বাঘমারা উপজেলার কসবা গ্রামে। তিনি এনজিও সংস্থা টেঙ্গামারা মহিলা সমবায় সমিতি-কো¤পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কো¤পানীগঞ্জ থানা পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন শেষে এসআই মুজিবুর রহমান জানান, সিলেটগামী একটি ট্রাক ওই মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা করা হয়েছে বলে জানান তিনি।