মাহমুদুল হাসান রতন, ময়মনসিংহ : পূর্বধলা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে টেন্ডার হওয়ার আগেই নেত্রকোনার পূর্বধলা উপজেলা চেয়ারম্যানের বাসভবনের সীমানা প্রাচীর সংস্কার করা হয়েছে। অন্যান্য ঠিকাদারী প্রতিষ্ঠান ধারণা করছেন কাজটি তিনি নিজেই করবেন বলে এ ধরনের কাজটি করেছেন। সম্প্রতি তার বাসভবন সংলগ্ন টিন সেডের ছাউনিও করা হয়েছে।
সূত্র জানায়, গত ২০১৫ সালের মে মাস থেকে উপজেলা চেয়ারম্যান নিজেই তার বাসভবনের কাজটি করছেন। কাজটি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন। আর এ জন্য টেন্ডার প্রক্রিয়াও চলছিল। উপজেলা পরিষদ রাজস্ব অর্থায়নে ৫টি প্রকল্পের জন্য টেন্ডার দেয় এলজিইডি। যার মধ্যে উপজেলা চেয়ারম্যানের বাসভনের সীমানা প্রাচীর সংস্কার ব্যয় ধরা হয়েছে ৯ লাখ টাকা।
টেন্ডার আহ্বান করা হয় গত মাসের ২ তারিখে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আলী আহসান আলীর বলেন, উপজেলার সর্বময় ক্ষমতার অধিকারী হলেন উপজেলা চেয়ারম্যান। তার বাসার ওয়াল সংস্কারের প্রয়োজন হয়েছে তাই তিনি নিজের টাকায় করেছেন। আর কাজটি তো তিনিই করাবেন। কাজটি অন্য কোন ঠিকাদারি প্রতিষ্ঠান করতে পারে চেয়ারম্যান তো কাজটি নাও পেতে পারেন প্রশ্ন করা হলে তিনি বলেন, অন্য কোন প্রতিষ্ঠান কাজটি পেলে তিনি তার সঙ্গে সমঝোতা করে নিবেন।