সাভার প্রতিনিধি : আশুলিয়ায় একটি ভাড়া বাড়ির সেপটিক ট্যাংক থেকে আনোয়ারা বেগম (৩০) নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী রিপন মিয়া পলাতক রয়েছে। রোববার রাত ৯টার দিকে আশুলিয়ার গোহাইলবাড়ি এলাকার লিটন সরকারের ভাড়া বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। আশুলিয়া থানার এসআই ফরহাদ হোসেন ছোটন জানান, লিটন সরকারের ভাড়া বাড়ির ভেতর থেকে পচা গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে বাসার সেপটিক ট্যাংকের ভেতর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।