আশরাফুল নয়ন, নওগাঁ : নওগাঁর আত্রাই উপজেলার মিরাপুর গণহত্যা দিবস স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টায় মিরাপুরে অস্থায়ী স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ১১ জুলাই পাক হানাদার বাহিনীরা মিরাপুর, কৃষ্ণপুর, উদয়পুর ও ভবানিপুর গ্রামের মুক্তিকামী ৩০ জনকে ধরে নিয়ে এসে গুলি করে হত্যা করা হয়।