গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আইরিন জামান (২২) নামে এক গৃহবধূর পায়ের রগ কেটে দিয়েছে নাহিদ হাওলাদার (২২) নামে এক বখাটে যুবক। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেডি গোপালপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। আহত আইরিন জামানকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোটালীপাড়া উপজেলার বহলতলী গ্রামের টুলু সিকদারের মেয়ে আইরিন তার স্বামী উজ্জ্বল চৌধুরীর সঙ্গে বাবার বাড়ি থেকে সদর উপজেলার ঘোষেরচর গ্রামে স্বামীর বাড়িতে আসছিলেন। পথে কেডি গোপালপুর ব্রিজের কাছে খালেক হাওলাদারের ছেলে নাহিদ হাওলাদার তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। এসময় সে ছুরি দিয়ে আইরিনের পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়।
জানা যায়, আইরিনের সঙ্গে বখাটে নাহিদের প্রেমের সম্পর্ক ছিল। কয়েক বছর আগে আইরিনের বিয়ে হয়ে যায়। তার একটি সন্তানও রয়েছে। রাগের বশবর্তী হয়ে নাহিদ এ কাজ করছে বলে এলাকাবাসীর ধারণা।
কোটালীপাড়া থানার ওসি কামরুল ফারুক বলেন, অভিযুক্ত বখাটে নাহিদকে পুলিশ গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই গৃহবধূর স্বামীকে এ ব্যাপারে থানায় মামলা দায়ের করতে বলা হয়েছে।