নুরুল আজিজ চৌধুরী, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আলোচিত সাতখুনের মামলায় আরো ৭ জন সাক্ষী আদালতে সাক্ষী দিয়েছেন। তারা হলেন, মোবাইল অপারেটর এয়ারটেলের এলএসআই ইনচার্জ শাহরিয়ার আহমেদ, বাংলা লিংকের এলএসআই ইনচার্জ হোসনে আরা হক, ডিবির কনস্টেবল সাইফুল ইসলাম, ডিবির ঝাড়–দার মেহেদী হাসান মিন্টু, আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অফিসের সহকারী কনস্টেবল হাওলাদার ওমর ফারুক, কনস্টবল রফিকুল ইসলাম, র্যাব-১১এর সাবেক হাবিলদার কামাল উদ্দিন (বর্তমানে হাবিলদার বিজিবি, যশোরে কর্মরত)। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১ থেকে ১টা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তারা সাক্ষ্য প্রদান করেন।
পরে আসামী পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। এসময় আদালতের কাঠগড়ায় ২৩ আসামী উপস্থিত ছিলেন। শুনানী শেষে আদালত পরবর্তী মামলার শুনানী দিন ধার্য করেন আগামী ১৬ জুলাই।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে নাসিক কাউন্সিলর নজরুল ইসলাসহ সাত জনকে অপহরণ করে র্যাব। তিন দিন পর ৩০ এপ্রিল ৬ জনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। পরদিন ১ মে আরো একজনের লাশ একই স্থান থেকে উদ্ধার করা হয়।