আন্তর্জাতিক ডেস্ক : বলিউড সুন্দরীদের ছেড়ে এক বার পড়শি দেশের দিকেও তোখ ফেরান। পাকিস্তানের ফাওয়াদ খান বা আলি জাফরের মতো গুড লুকিং নায়কদের পাশাপাশি সেখানে দর্শক মাতাচ্ছেন মেহউইশ হায়াত বা মাহিরা খানের মতো ডাকসাইটে সুন্দরীরা। টেলি-সিরিয়ালের ছোটপর্দা ছাপিয়ে এঁদের অনেকেরই উত্তরণ বড়পর্দায়। মডেলিং বা ভিডিও জকি হিসেবে নাম করার পর অভিনয়ের টানে পেশা পরিবর্তন। অনেকে আবার উচ্চশিক্ষা শেষে পা রেখেছেন আর্কলাইটের আলোয়।