আন্তর্জাতিক ডেস্ক : ক্যারিবীয় দ্বীপ-রাষ্ট্র বাহামা পর নিজ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে সতর্ক করে দিয়েছে আরো দুটি দেশ। মার্কিন মুল্লুকে সতর্কতা জারি করা নতুন দুই দেশ বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের যেসব শহরে সম্প্রতি পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে সেসব স্থানে ‘যথাযথ সাবধানতা’ অবলম্বন করতে হবে। চ্যানেলআই
সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার কথা বলে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণে নিজের নাগরিকদের নিয়মিতই সতর্ক করে যুক্তরাষ্ট্র। এবার সেটাই যেন বুমেরাং হলো মার্কিনিদের জন্য।
বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভ্রমণ সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। একই কলঙ্কের দাগ এবার তাদের গায়েও লাগলো। এই সপ্তাহেই লুইজিয়ানা এবং মিনেসোটায় পুলিশের গুলিতে দুইজন কৃষ্ণাঙ্গের মৃত্যু হয় এবং বর্ণবাদী উত্তেজনা ছড়িয়ে পরে। তাই বাহামার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন শুক্রবার এমন সতর্কতা জারি করলো।
৯০ শতাংশেরও অধিক কৃষ্ণাঙ্গ অধিবাসীদের দেশটিতে সোমবার জাতীয় ছুটিতে ভ্রমণ ইচ্ছুকদের উদ্দেশ্যেই এমন সতর্কতা। মধ্যপ্রাচ্যের ক্ষুদ্র দেশ বাহরাইনের মার্কিন দূতাবাস টুইটার বার্তায় নাগরিকদের বিক্ষোভরত ও জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়। নিজ দেশের নাগরিকদের একই রকম আহ্বান জানিয়েছে আরব আমিরাতও। এই জুলাইতেই বাংলাদেশ, ভেনেজুয়েলা, ইরাক ও মালিতে নাগরিকদের ভ্রমণে সর্তক করে যুক্তরাষ্ট্র।