আন্তর্জাতিক ডেস্ক : লেবার দলনেতা জেরেমি করবিনের অনুরোধ রাখছেন না অ্যানজেলা ঈগল। তিনি মনে করেন, দলকে রক্ষা করতে পারবেন তিনি। তাকে জেরেমি করবিন এমন সিদ্ধান্ত আর একবার ভাবার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তাতে কর্ণপাত না করে আনুষ্ঠানিকভাবে অ্যানজেলা তার প্রার্থিতা ঘোষণা করছেন। উল্লেখ্য, ব্রেক্সিট গণভোটের বিপক্ষে অবস্থান নিয়ে তাতে হেরে যান লেবার দলনেতা জেরেমি করবিন ও কনজার্ভেটিভ দলের নেতা, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তারা পরাজিত হওয়ার পর ডেভিড ক্যামেরন পদ ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। টেলিগ্রাফ
দাবি উঠেছে করবিনের পদত্যাগেরও। কিন্তু তিনি পদত্যাগ করতে অস্বীকার করেছেন। এখন দু’দলেরই প্রধান নির্বাচন করা হবে দলীয় নির্বাচনের মাধ্যমে। এক্ষেত্রে জেরেমি করবিন যেকোন প্রার্থীর চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেকে আবার প্রার্থী করার ঘোষণা দিয়েছেন। তার সামনে এখন দৃশ্যত চ্যালেঞ্জ হিসেবে এসেছেন সাবেক বাণিজ্য বিষয়ক ছায়ামন্ত্রী অ্যানজেলা ঈগল। জেরেমি করবিনকে তিনি দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দিতে পারবেন বলে আশা করছেন। কিন্তু এক্ষেত্রে সতর্কতা উচ্চারণ করা হয়েছে। বলা হয়েছে, এমনটা হলে দলীয় নেতৃত্ব নিয়ে আইনী তিক্ত লড়াই শুরু হতে পারে অথবা দীর্ঘস্থায়ী বিভক্তি দেখা দিতে পারে। তবে জেরেমি করবিনকে ‘খারাপ মানুষ’ নন বলে মন্তব্য করেছেন অ্যানজেলা ঈগল। তবে তাকে একজন ভাল নেতা বলে মনে করেন না তিনি। ঈগল মনে করেন, আগামী নির্বাচনের মাধ্যমে লেবার দলকে নেতৃত্ব দেয়ার জন্য তিনিই উপযুক্ত। দলের এ নির্বাচন হতে পারে ২০২০ সালের শুরুতে। দলীয় নেতৃত্বের লড়াইয়ে ঈগলের প্রতিদ্বন্দ্বিতায় নাখোশ জেরেমি করবিন। তাকে আবার সিদ্ধান্ত নিয়ে ভাবার পরামর্শ দিয়েছিলেন তিনি। কিন্তু তা শুনছেন না ঈগল। ফলে করবিন বলেছেন, যেকোন চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করবেন তিনি। তাকে যদি ব্যালটে নেতা হিসেবে নেয়া না হয় তাহলে তিনি ব্যাপক আইনী চ্যালেঞ্জের আশ্রয় নেবেন।