আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডালাসের বন্দুকধারীর আরো বড় হামলার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে পুলিশ। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পুলিশ প্রধান ডেভিড ব্রাউন বলেছেন, আমি নিশ্চিত যে জনসনের আরো বড় হামলার পরিকল্পনা ছিল। সিএনএনকে তিনি বলেছেন, জনসন বিস্ফোরক দ্রব্য দিয়ে বিস্ফোরণ ঘটানোর অনুশীলন করেছিলেন। সাম্প্রতিক সময়ে কৃষ্ণাঙ্গ হত্যা নিয়ে ক্ষুব্ধ ছিলেন মিকা জনসন।
আর একারণে তিনি শেতাঙ্গ পুলিশদের হত্যা করতে চেয়েছিলেন বলে ভাষ্য পুলিশের । গত বৃহস্পতিবার মিকাহের গুলিতে পাঁচ পুলিশ সদস্য নিহত ও সাতজন আহত হয়েছেন।
পরে ‘রোবোট বোমা’ হামলায় নিহত হন জনসন।