আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে এক ১৭ বছর বয়সী এক কিশোরের গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। পরে পালানোর চেষ্টা করার সময়ে অন্য পুলিশ কর্মকর্তাদের গুলিতে ওই কিশোর মারা যায়। তুরস্কের সংবাদ মাধ্যম আজ(সোমবার) এ খবর দিয়েছে। দক্ষিণাপূর্বাঞ্চলীয় তুরস্কের সানলিউরফা নগরীতে এ ঘটনা ঘটেছে। নগরীর একটি বাস স্টেশনে পরিচয় পত্র চাওয়ার পরই কিশোরটি গুলি করতে শুরু করে। অবশ্য ঠিক কখন এ ঘটনা ঘটেছে তুর্কি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু সংবাদ সংস্থা তা জানায় নি। আইআরআইবি
হামলাকারী কিশোরের মানসিক সমস্যা ছিল উল্লেখ করে নগরীর প্রশাসক বলেছেন, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই।