আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির গ্রিন পার্টি তুরস্ক থেকে সেনা ফিরিয়ে আনতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। দলের উপনেতা সেম ওজদেমির বলেছেন, তুরস্কের ইনজারলিক বিমানঘাঁটিতে জার্মানির সংসদ সদস্যদের প্রবেশ করতে অব্যাহতভাবে বাধা দিলে সেখান থেকে সেনা প্রত্যাহার করা উচিত। আইআরআইবি
গত কয়েক সপ্তাহ আগে জার্মান সংসদ আর্মেনিয়ায় অটোমান সাম্রাজ্যের শেষ দিকে তুর্কি সেনাদের হত্যাকা-কে গণহত্যা বলে প্রস্তাব পাস করার পর আংকারা ও বার্লিনের মধ্যে সম্পর্কের অচলাবস্থা দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে জার্মানির গ্রিন দলের উপ নেতা সেম ওজদেমির বলেছেন, ‘পরিস্থিতি পাল্টাতে হবে।’ এআরডি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জাতীয় সংসদ সদস্যরা বিভিন্ন দেশে সেনা পাঠান; তাদেরই দায়িত্ব হচ্ছে সেসব সেনা কোথায় এবং কেমন আছেন তা জানা।
সম্ভব হলে বিদেশে মোতায়েন সেনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা উচিত। কিন্তু তুরস্কে যদি তা সম্ভব না হয় তাহলে তাদেরকে অবশ্যই দেশে ফিরিয়ে আনতে হবে।’
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলও তার দেশের সংসদ সদস্যদেরকে ইনজারলিক বিমানঘাঁটিতে মোতায়েন সেনাদের সঙ্গে সাক্ষাত করার সুযোগ দিতে তুর্কি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইনজারলিক বিমানঘাঁটিতে জার্মানির প্রায় ২৫০ জন সেনা মোতায়েন রয়েছে। এর পাশাপাশি রয়েছে ছয়টি টর্নেডো গোয়েন্দা বিমান এবং একটি জ্বালানি সরবরাহকারী বিমান। মার্কিন নেতৃত্বাধীন যে আন্তর্জাতিক জোট সিরিয়া ও ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে কথিত হামলা চালাচ্ছে তাতে অংশ নিচ্ছে জার্মান সেনারা। অবশ্য, আন্তর্জাতিক এ জোটের বিমান হামলার বিশেষ কোনো প্রভাব এ পর্যন্ত দেখা যায় নি বরং এ জোট দেশ দুটিতে বেসামরিক লোকজনের ওপর মাঝেমধ্যেই হামলা চালোচ্ছে বলে অভিযোগ রয়েছে।