• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

থেরেসা মে’র ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম

প্রকাশের সময় : July 12, 2016, 12:00 am

আপডেট সময় : July 11, 2016 at 11:20 pm

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা এবং দেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে হঠাৎ করেই সরে দাঁড়িয়েছেন জ্বালানিমন্ত্রী আন্ড্রে লিডসম। এতে করে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হল স্বরাষ্ট্রমন্ত্রী টেরিজা মে’র। বিডিনিউজ
কনজারভেটিভ পার্টির প্রায় ১ লাখ ৫০ হাজার সদস্যের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল আন্ড্রে লিডসম ও তার প্রতিপক্ষ টেরিজা মে’র। এ নির্বাচনের ফল প্রকাশের কথা ছিল ৯ সেপ্টেম্বরে। কিন্তু সে প্রক্রিয়া শুরুর আগেই লিডসমের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা টেরিজা মে’র জন্য দ্রুত প্রধানমন্ত্রী হওয়ার দ্বার খুলে দিল।
লিডসম ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে সফল প্রচার চালিয়ে জনগণের কাছে পরিচিতি পেয়েছিলেন।
প্রধানমন্ত্রীর দৌড় থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে লিডসম বলেন, একটি শক্তিশালী এবং স্থিতিশীল সরকার পরিচালনার জন্য তার যথেষ্ট জনসমর্থন আছে বলে তিনি মনে করেন না। তাছাড়া যুক্তরাজ্যের এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে ৯ মাসের নেতৃত্বের প্রচারণাও অনাকাঙ্খিত একটি ব্যাপার বলে তিনি মনে করেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেরিজা মে গত সপ্তাহে পার্লামেন্টে কনজারভেটিভ সদস্যদের ভোটে ব্যাপক সমর্থন পেয়েছেন বলেও স্বীকার করেন লিডসম। সম্পাদনা : ইমরুল শাহেদ

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)