• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

হাসনাতের সন্ধান চেয়ে আইজিপি ও কমিশনারকে বাবার চিঠি

প্রকাশের সময় : July 12, 2016, 12:00 am

আপডেট সময় : July 11, 2016 at 11:24 pm

মাসুদ আলম : গুলশানের আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ইঞ্জিনিয়ার হাসনাত করিমকে খুঁজে পাচ্ছে না তার পরিবার। তাকে ছেড়ে দিতে বা খুঁজে দিতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে চিঠি দিয়েছেন তার বাবা ইঞ্জিনিয়ার রেজাউল করিম। রোববার ও গতকাল সোমবার দুই দফায় চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেজাউল করিম। রেস্তোরাঁ থেকে জীবিত উদ্ধার ১৩ জনের মধ্যে ছিলেন ইঞ্জিনিয়ার হাসনাত করিমও। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্ত্রী ও দুই সন্তানকে ছেড়ে দেয়া হলেও তাকে আটক রাখা হয়। তবে গত দু’দিন ধরে সে ডিবির কাছে নেই বলে দাবি করছে পুলিশের গণমাধ্যম শাখা। তাই ছেলের সন্ধান পেতে চিঠি লিখেছেন বাবা রেজাউল করিম।
তিনি বলেন, ছেলের সন্ধান চেয়ে রোববার দুপুরে আইজিপি ও কমিশনার বরাবর চিঠি দিয়েছি। এমনকি সোমবার বিকালেও তাদের বরাবর চিঠি পাঠিয়েছি। শুনেছি হাসনাতকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু সে এখনও বাসায় আসেনি। তাই বাবা হিসাবে তার সন্ধান চাই।
এ বিষয়ে পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান বলেন, আইজিপি স্যারের বরাবর হাসনাতের বাবার চিঠির বিষয়টি আমার জানা নেই। ডিএমপির মিডিয়া সেন্টারের এডিসি ইউসুফ আলী বলেন, কমিশনার স্যারের বরাবর হাসনাতের বাবার চিঠি দিয়েছে কিনা আমার জানা নেই। চিঠি দিলে হয়তো জানতাম। সম্পাদনা: পরাগ মাঝি

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)