• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে
‘বাংলাদেশের লড়াইয়ে ওবামার সহযোগিতা প্রস্তাব নিয়ে এসেছি’

প্রকাশের সময় : July 12, 2016, 12:00 am

আপডেট সময় : July 11, 2016 at 11:29 pm

বিশেষ প্রতিনিধি : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, আমি এখানে এসেছি সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামার সহযোগিতা ও সমর্থনের প্রস্তাব নিয়ে।
তিনি বলেন, গণতন্ত্র, সহিষ্ণুতা ও সবার মিলেমিশে চলার সম্মিলিত মূল্যবোধের ওপর ভিত্তি করে আমাদের যে দীর্ঘ গভীর অংশীদারিত্ব রয়েছে এ প্রস্তাব তার ধারাবাহিকতার অংশ। বাংলাদেশের সঙ্গে এ ব্যাপকভিত্তিক সম্পর্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।
ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, চরমপন্থা একটি বৈশ্বিক হুমকি। আমরা আজকাল খুব বেশি দেখতে পাচ্ছি আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীগুলো যে কোনো জায়গা থেকে তাদের অনুসারীদের নিয়োগ দিতে পারে এবং যে কোনো জায়গা থেকে তাদের সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে।
গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে একথা বলেন বিসওয়াল। তিনি বলেন, আমাদের এ অংশীদারিত্বে যে কোনো দেশ অংশ নিয়ে সন্ত্রাস মোকাবিলায় সহযোগিতা করতে পারে।
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস কক্ষে প্রথমে বেলা ৩টায় দ্বিপক্ষীয় বৈঠক হয়। তারপর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক বৈঠক হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ বৈঠক।
এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহেমদ, কাউন্টার টেরোরিজমের প্রধান মনিরুল ইসলাম প্রমুখ। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। সম্পাদনা : পরাগ মাঝি

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)