• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

সালমান এফ রহমান পিস টিভিকে টাকা দিয়েছেন এই খবরটি মিথ্যা

প্রকাশের সময় : July 12, 2016, 12:00 am

আপডেট সময় : July 12, 2016 at 8:38 pm

Salman

বিশ্বজিৎ দত্ত : বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সালমান এফ রহমান জাকির নায়েকের পিস টিভিকে দশ মিলিয়ন ইউএস ডলার দেয়ার বিষয়ে গত মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের অনলাইন টেলিভিশনে প্রচারিত একটি সংবাদের বরাত দিয়ে দৈনিক আমাদের অর্থনীতি এবং আমাদেরসময় ডট কমে পরিবেশিত সংবাদটি ছিল ভুল।
প্রকৃতপক্ষে ইন্ডিয়া টুডের খবরটিতে জনাব সালমান এফ রহমান এর নাম ছিলই না। আমরা জনাব সালমান এফ রহমানকে জড়িয়ে এই ভুল সংবাদ পরিবেশন করার জন্য অত্যন্ত লজ্জিত ও অবশ্যই ক্ষমাপ্রার্থী।
ইন্ডিয়া টুডের অনলাইন টেলিভিশনে পরিবেশিত প্রকৃত খবরটি নিম্নরূপ।

পিস টিভিতে বাংলাদেশের ক্ষমতাসীন দলের এক নেতার বিনিয়োগ ১০ মিলিয়ন ডলার
আবু সাইদ: বাংলাদেশের একজন শীর্ষ ব্যবসায়ী ও ক্ষমতাসীন দলের নেতা জাকির নায়েকের পিস টিভির প্রধান বিনিয়োগকারী বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডের রিপোর্টে বলা হয়, ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের পিস টিভিতে বাংলাদেশের ক্ষমতাসীন দলের একজন নেতার পক্ষ থেকে অন্তত ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। রোববার বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়ার পর এ সম্পর্কিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক সপ্তাহের ব্যবধানে দেশে দুই দফা বড় ধরনের সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
জাকির নায়েক পরিচালিত মুম্বাইভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান হল এই পিস টিভি। এ টিভিতে ধর্ম নিয়ে আলোচনায় ইসলামের যে ব্যাখ্যা তিনি দেন, তা নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি হয়েছে।
গত ১ জুলাই গুলশানে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম জঙ্গি হামলায় সঙ্গে জড়িতদের মধ্যে অন্তত দুইজন সামাজিক যোগাযোগের মাধ্যমে জাকির নায়েকের মত ইসলামী বক্তাদের নিয়মিত অনুসরণ করতেন। তার বক্তব্যে প্ররোচিত হয়ে ভারতের কয়েকজন তরুণ আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমিয়েছে বলেও খবর এসেছে।
এ বিষয়টি প্রকাশ্যে আসার পর জাকির নায়েকের বিষয়ে উদ্যোগী হয় ভারত সরকার। মহারাষ্ট্র রাজ্য সরকার তার বিরুদ্ধে তদন্ত শুরু করে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)