• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা • লিড ১

গোলাম আযম ও নিজামীর সন্তানরাও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

প্রকাশের সময় : July 12, 2016, 12:00 am

আপডেট সময় : July 11, 2016 at 11:37 pm

বিশেষ প্রতিবেদক : জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও মতিউর রহমান নিজামীর ছেলেরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন বলে জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গি কার্যক্রম বিষয়ে তদন্ত পরিচালনাকারী সিআইডির একজন পুলিশ কর্মকর্তা।
তিনি জানান,গোলাম আযমের বড় ছেলে আব্দুল্লা হিল আমান আযমী নর্থ সাউথের খন্ডকালীন শিক্ষক ও অপর ছেলে সাদমান আযমী ইংরেজি বিভাগের শিক্ষক। অন্যদিকে, মতিউর রহমান নিজামীর ছেলে নাদিম তালহা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি ডক্টরেট করতে বিদেশে রয়েছেন।
এবাইরই পুলিশ হিজবুত তাহরিরের প্রধান পৃষ্ঠপোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মহিউদ্দিন ও নর্থ সাউথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সন্দেহভাজন ৭ শিক্ষককে খুঁজছে পুলিশ। গুলশানে জঙ্গি হামলার ঘটনায় আটককৃত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হাসনাত করিমের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা এখন মাঠে। তার বক্তব্য এবং তার কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করছে গোয়েন্দারা। সূত্রমতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মহিউদ্দিনকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ইতিপূর্বে পুলিশ গ্রেফতার করলেও তিনি জামিনে মুক্তি পেয়ে পালিয়ে গেছেন।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি মিরপুরে সন্ত্রাসীরা নির্মমভাবে ব্লগার আহমেদ রাজিবকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় পুলিশ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়সাল বিন নাঈম ও রেজওয়ানুল হককে গ্রেফতার করে, পরবর্তী সময়ে তারা হত্যাকা-ের পরিকল্পনা ও সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। সম্পাদনা: পরাগ মাঝি

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)