প্রবীর মোহন্ত, বগুড়া : বগুড়ার শাজাহানপুরের বৃ-কুষ্টিয়া গ্রামে পুকুরের পাড় ঘেঁষে গভীর করে মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে ভূক্তভোগী ৩টি পরিবারের সদস্যরা চরম আতংকের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। উপজেলার বৃ-কুষ্টিয়া মধ্যপাড়ার আব্দুর রাজ্জাক টুকুর পুত্র সিরাজুল ইসলাম উজ্জলের দায়ের করা অভিযোগসূত্রে জানা গেছে, প্রতিবেশি শফিকুল ইসলাম ওরফে বুলু মাস্টার দেড় মাস আগে তার মালিকানাধীন পুকুরের পূর্বধারের পাড় ঘেঁষে অতিরিক্ত গভীর করে মাটি খনন করেন। চলতি বর্ষা মৌসুমে বৃষ্টিপাত শুরু হলে গভীর খাদের পাশে থাকা উজ্জলের আধাপাকা বসতবাড়িটি ধসে যেতে শুরু করেছে। ইতিমধ্যে টয়লেটের সেপটি ট্যাংক সর্ম্পূর্ণরূপে ভেঙ্গে গেছে এবং ঘরের ওয়াল ও মেঝেতে ফাটল দেখা দিয়েছে। ফলে উজ্জলসহ তার দুই চাচা আব্দুর রশিদ এবং আনিছার রহমানের পরিবারের সদস্যরা চরম আতংকের মধ্য দিয়ে ঘরে রাত্রিযাপন করছেন। বৃষ্টি চলাকালে কখন যে ছেলে সন্তানসহ তাদের বসত ঘর পুকুরের পানিতে ধসে পড়ে এমন অজানা আতংক তাদের তাড়িয়ে বেড়াচ্ছে।
চোপীনগর ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান জানিয়েছেন, গভীর করে পুকুর খনন করায় পার্শ্ববর্তী বসতবাড়িটি ধসে যাচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দারস্থ হতে ক্ষতিগ্রস্ত পরিবারকে তিনি পরামর্শ দিয়েছেন বলেও জানান।