• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ

৩ আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশের সময় : July 13, 2016, 12:00 am

আপডেট সময় : July 12, 2016 at 9:32 pm

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আনসার ব্যারাকে হামলা ও অস্ত্র লুটের ঘটনায় গ্রেফতার তিন আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অরুণ পাল তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তিন আসামির প্রত্যেকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন। আদালতে শুনানী শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

রিমান্ড মঞ্জুরকৃত আসামিরা হলেন- মুচনি ক্যাম্পের ডি ব্লকের ৫ নং রুমের ৭২৯ নং সাইডের মৃত জালাল আহমদের ছেলে রফিক প্রকাশ মামুন মিয়া (৩০), ই-ব্লক ৯১৪নং সাইডের ৩নং রুমের মৃত বাছা আলীর ছেলে আব্দুর রাজ্জাক (২৫), সি ব্লকের ১৩নং সাইডের ৩নং রুমের মৃত ফজল আহমদের ছেলে মো. হারুন (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক মো. জামাল উদ্দিন।

রিমান্ড মঞ্জুর হওয়া তিন আসামি ছাড়া আরও দুই জনকে ৩০ জুন দিবাগত রাত আড়াইটায় উখিয়া কুতুপালং শরনার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে গ্রেফতার করে র‌্যাব-৭। এরা হলেন আবদুস সালাম, জয়নাল প্রকাশ জানে আলম (৫০)।

এরা উচ্চ আদলতের জামিনে রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, ১২ মে দিবাগত রাত দুইটার দিকে ডাকাতদল শালবাগান আনসার ক্যাম্পে হামলা চালায়। ডাকতদলের গুলিতে আনসার কমান্ডার আলী হোসেন (৫৫) নিহত হন। এ সময় ডাকাতরা আনসার ক্যাম্পের ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।

নিহত আনসার আলী হোসেন টাঙ্গাইল জেলার শফিপুর এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে।

এ ঘটনায় আনসার প্লাটুন কমান্ডার মো. আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০/৩৫ জনের বিরুদ্ধে ১৩ মে টেকনাফ থানায় মামলা করেন।

এর আগে গত বছরের ১৫ মার্চ নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডাকাতদের সঙ্গে আনসার সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ওই ঘটনায় দুই আনসার সদস্য আহত ও এক ডাকাত নিহত হন। নয়াপাড়া শরণার্থী শিবিরে প্রায় ১৯ হাজার রোহিঙ্গা বাস করে।

এদিকে আনসার ক্যাম্প থেকে লুট হওয়া ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি এখনো উদ্ধার হয়নি। ধারণা করা হচ্ছে, লুটকৃত অস্ত্রসমূহ নিয়ে ডাকাতদলের সদস্যরা মিয়ানমার পাড়ি  জমিয়েছেন।

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)