রক্সী খান, মাগুরা : মাগুরা- মহম্মাদপুর সড়কের বরুনাতৈল গ্রামে ইজি বাইকের চাকায় ওড়না পেচিয়ে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছে। নিহতের নাম সুলতানা রহমান লিপি(৪০)। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মাগুরা সদরের বারশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লিপি স্কুল ছুটির পর সহকর্মীদের সাথে ইজি বাইকে চেপে মাগুরা শহরের হাসপাতাল পাড়ায় তার নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বরুনাতৈল গ্রামের মাঝে আসলে ইজি বাইকের চাকায় তার ওড়না পেঁচিয়ে যায়। এ সময় সে শ্বাসরূদ্ধ হয়ে পড়লে তাকে দ্রুত মাগরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহত লিপি মাগুরা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোখলেসুর রহমানের মেয়ে।