আশরাফ চেীধুরী রাজু, সিলেট : সিলেটে স্বেচ্ছাসেবক লীগ কর্মী খুনের ঘটনায় ৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করে মামলা হয়েছে।
সোমবার দিবাগত মধ্যরাতে নিহতের স্ত্রী শিউলি খানম বাদী হয়ে মেট্টোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক সুলতান আহমদ সানিকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন (বদলি হওয়ার আগ মুহূর্তে) এ তথ্য জানান। তবে হত্যাকা-ের ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। রোববার নগরী সংলগ্ন সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের তারাপুর চা বাগান সংলগ্ন গোয়াবাড়ি নেহার মনজিলে আবদুল্লাহ অন্তর নামে স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে খুন করা হয়।