জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের জেলে পল্লীতে গত এক সাপ্তাহ ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কারণ, বহুদিন পরে তাদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপলি ইলিশ। তাই এবারের জেলেদের ঈদও কেটেছে খুশিতে। সরেজমিনে দেখা যায়, সরগরম মাছঘাট। চলছে কেনা-বেচা। তবে ঈদের আমেজে দাম একটু চড়া, এতে ক্রেতারা খুশি হতে না পারলেও জেলেরা বেশ খুশি। লক্ষ্মীপুরের মেঘনায় প্রায় ৫০ হাজার জেলে মাছ শিকার করে জীবিকা চালান। নদীতে মাছ ধরা পড়লে এখানকার জেলেদের পেট চলে, জীবন বাঁচে। জালে মাছ আসলে মহাজনের দেনা পরিশোধ হয়। ঘুরে দাঁড়ায় জেলেরা।
রামগতি উপজেলার রামগতির ঘাট, টাংকীর ঘাট, গাবতলির ঘাট, আলেকজান্ডার সেন্টার খাল ঘাট, কমলনগর উপজেলার মতিরহাট ঘাট, লুধুয়াঘাট, সদর উপজেলার মজুচৌধুরীর ঘাট ও রায়পুর উপজেলার বিভিন্ন ঘাট ঘুরে দেখা গেছে মাছের বেচা-কিনায় সরগরম ঘাট গুলো।
আষাঢ় মাছ ইলিশে মৌসুম। মাসের শুরুতে বৃষ্টি না হওয়ায় নদীতে ইলিশের তেমন দেখা মেলেনি। আষাঢ়ের মাঝামাঝিতে বর্ষণ শুরু হলে সাগর থেকে ইলিশ আসতে শুরুকরে। গত এক সাপ্তাহ ধরে জেলেদের জালে ধরা পড়েছে পচুর পরিমান রুপালি ইলিশ।
স্থানীয় মাছ ধরা জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ১০ জনের একদল জেলে ইলিশ শিকারে মেঘনা নদীতে যায়। ছয় ঘণ্টার চেষ্টায় তাদের জালে ধরা পড়ে ছোট-বড় ১৮ হালি (৭২ পিস) ইলিশ। বিক্রি করে ১৮-২০ হাজার টাকা। চড়া দাম পেয়ে জেলেরা খুশি। জেলেরা জানান, নদীতে ইলিশ ধরা পড়ায় এবারে তাদের ঈদও ভালো কেটেছে।
মজুচৌধুরী মাছ ঘাটের মাছ ব্যবসায়ী মো. হারুন জানান, গত এক সাপ্তাহ থেকে নদীতে জেলে দের জালে ঝাঁকে ঝাঁকে রুপলি ইলিশ ধরা পড়ছে। স্থানীয় বাজারের চাহিদা পুরণ করে এখন মাছ ঢাকা, চট্রগ্রামসহ ভিবিন্ন জাগায় পাটানো হচ্ছে।
সোমবার জেলার কয়েকটি মাছ বাজার গুরে দেখা গেছে, মেঘনার ইলিশে বাজার ভরপুর। ক্রেতা আলমগীর জানান, বাজারে বর্তমানে প্রচুর ইলিশ উটছে দাম একটু বেশি বলে মনে হচ্ছে, ছোট সাইজের ১ কেজি ইলিশ মাছ ৬শ থেকে ৮শ টাকায় বিক্র হচ্ছে ও বড় সাইজের ১ কেজি ইলিশ মাছ ১ হাজার টাকা থেকে ১২শ টাকায় বিক্রি করা হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মহিব উল্লা জানান, বৃষ্টিপাতের কারণে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে। কারেন্ট জালের ব্যবহার বন্ধ ও জাটকা রক্ষায় জেলেরা সচেতন হলে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে।